আবারো ঘুমধুমে এসে পড়লো মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

জেলা প্রতিনিধি বান্দরবান

বান্দরবানের ঘুমধুম এলাকায় আবারও মিয়ানমার থেকে ছোড়া মর্টালশেল এসে পড়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়ায় সৈয়দ নূরের বাগানে এসে মর্টারশেলটি পড়ে।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা নিহতের পর আজ ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আমবাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টারশেল এসে পড়েছে। তবে এতে নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন  জানান, ঘুমধুম এলাকায় মর্টারশেল বিস্ফোরণে নিহতের ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এছাড়া সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মিয়ানমার থেকে ১১৩ জন বিজিপি ও একজন সিভিলসহ মোট ১১৪ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।এর আগে বান্দরবানে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে।