উখিয়ায় অপহরণের পর আরএসও সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুলিবিদ্ধ ওই রোহিঙ্গাকে উখিয়া স্পেশালাইজড হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন’র সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ জলিল (৩৫)। তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ বক্লের কামাল হোসেনের ছেলে। আরএসওর সক্রিয়া সদস্য ছিলেন তিনি।

১৪ এপিবিএন’র পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকে এসে ১৫-২০ জনের অস্ত্রধারী একটি গ্রুপ জলিলকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। মঙ্গলবার রাতের কোনো এক সময় তার গুলিবিদ্ধ দেহ ক্যাম্পের অভ্যন্তরে ফুটবল খেলার মাঠে ফেলে রাখে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেনঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে বলে জানিয়েছে এপিবিএন।