কক্সবাজার প্রতিনিধিঃ
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কমান্ডারসহ আরও ৩৫ জন সীমান্তরক্ষী বাহিনী উখিয়ার সীমান্তে পালংখালি বিওপির সদস্যদের কাছে আশ্রয় নিয়েছে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ২৬৪ জন সদস্য।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিয়ানমারে গোলাগুলির চলমান অবস্থায় তারা দুপুর ১২টার দিকে ঢুকে পড়েন। স্থানীয় ইউপি সদস্য বাবুল মেম্বার বিষয়টি নিশ্চিত করেন।
পালংখালি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মেম্বার বলেন, মিয়ানমারে ওপারে গোলাগুলি চলমান অবস্থায় এপারে পালংখালিতে সীমান্ত দিয়ে এপারে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর বিজিপির কমান্ডারসহ ৩৬ জন ঢুকে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে বিজিবির আশ্রয়ে নেন। পরবর্তীতে বিজিবি কতৃপক্ষ তারাকে গাড়িযোগে পালংখালি ক্যাম্প থেকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন।এ গোলাগুলির ঘটনায় এলাকার অনেক লোকজন সরে গেছে। ভয়ে ও আতঙ্কে চলাচল অনিরাপদ হয়ে গেছে।