জরুরি কাজে রেডিসন-কাকলী রুট ব্যবহারের পরামর্শ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জরুরি কোনো কাজ থাকলে রেডিসন-কাকলী রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে  বলা হয়, বসুন্ধরার ভেতরে রাস্তা সংস্কারের কাজ চলায় যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা লেফট টার্ন দিয়ে গাড়ি না প্রবেশের কারণে এই মুহূর্তে কুড়িল, কুড়াতলি, খিলখেত ও ৩০০ ফিট এলাকায় গাড়ির ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। আপনাদের জরুরি কোনো কাজ থাকলে রেডিসন-কাকলী রুট ব্যবহার করার পরামর্শ রইল।