সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।বুধবার (৭ ফেব্রুয়ারি) তিনি সেখানে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার সফরকালে ১৮তম এএফসি এশিয়ান কাপ কাতার-২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা-২০২৪ এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।