রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪

সাইফুল ইসলাম:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার কে.এন. রায় নিয়তি।
তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক সেবন ও বেচাকেনার অপরাধে ২৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে ১৬ হাজার ৫৫৫ পিস ইয়াবা, ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১২০ গ্রাম হেরোইন ও ২৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে। পৃথক এসব মামলায় গতকাল দুপুরের দিকে গ্রেফতারদের আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এডিসি কে.এন.রায় নিয়তি।