রাজধানীর ফকিরাপুলের একটি মেস বাসা থেকে মো. সবুজের (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে লাশ উদ্ধার ককরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার এসআই আতাউর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সবুজ। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
সবুজের খালাতো ভাই মুরাদ জানিয়েছেন, সবুজ বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের বিমা শাখায় কর্মরত ছিলেন। তিনি ফকিরাপুলের এক নম্বর গলিতে একটি মেস বাসায় থাকতেন। ১০তলা ভবনটির ছাদে পানির পাইপের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শুক্রবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজের রুমমেটদের বরাত দিয়ে মুরাদ আরও জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে সবুজ বাথরুমে যান। সেখান থেকে অনেকক্ষণ পরেও না ফিরলে তারা (রুমমেট) খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ছাদে গিয়ে তারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সবুজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাদের খিল গ্রামের দুবাই প্রবাসী মো. মনুহারের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
মাত্র তিন মাস আগে পারিবারিকভাবে সবুজের বিয়ে হয়েছে বলেও জানিয়েছেন মুরাদ। সবুজ কেন এমন ঘটনাটি ঘটিয়েছে সে সম্পর্কে কারও ধারণা নেই। সবুজের কোনো শত্র ছিল না বলেও জানান মুরাদ।