আইইউবিতে বাংলাদেশের বিভিন্ন দিক নিয়ে পোস্টার প্রতিযোগিতা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাজ্জাদ হোসেনঃ
সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামাজিক বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ডিসকভারিং বাংলাদেশ থ্রু দ্য লেন্স অব পোস্টার’ শীর্ষক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পোস্টার প্রতিযোগিতায় বাংলাদেশের জনগণ, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রত্মতাত্তিক ঐতিহ্য, ভূগোল, পর্যটন, উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি, নতুন জাতি হিসেবে আবির্ভাব, সামাজিক কাঠামো, শিল্পকলা, উৎসব এবং রাজনীতিসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
এআইইউবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম।পোস্টার প্রতিযোগিতার সমন্বয় করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান ড. বুদ্ধদেব বিশ্বাস এবং বাংলাদেশ স্টাডিজ কোর্সের সমন্বয়কারী ফারহানা আফরোজ। পোস্টার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট এবং বই প্রদান করা হয়।