যাত্রী সেজে স্বর্ণের চেইন ছিনতাইসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

মাদারীপুর প্রতিনিধিঃ 

মাদারীপুরের ডাসারে স্বর্ণের চেন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের জনসাধারণের সহযোগিতায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কালকিনি উপজেলার আলিপুর গ্রামের আব্দুল মরনের ছেলে মো. তৈয়ব আলী।বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হাসান।

জানা গেছে, বুধবার দুপুরে মাদারীপুর সদর থানার বাহাদুরপুর গ্রামের অরবিন্দু ভক্তের স্ত্রী ইতি রানী মল্লিক (৩৮) পাথুরিয়ার এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে ওঠে। এ সময় যাত্রী বেশে একজন ছিনতাইকারী ঐ ইজিবাইকে ওঠে। ইজিবাইকটি ডাসার থানাধীন কর্নপাড়া বাসষ্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে আসলে যাত্রীবেশে থাকা ঐ ছিনতাইকারী জোরপূর্বক তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে দৌঁড়ে আগে থেকে প্রস্তুত থাকা তার সহযােগীর মোটরসাইকেলে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঐ ভুক্তভোগীর চিৎকারে ডাসার থানার টহল পুলিশ ছিনতাইকারীদের মোটরসাইকেল ধাওয়া করে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একজনকে গ্রেপ্তার করে। আরেকজন ছিনতাইকারী পালিয়ে যায়। ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাইকারীকে ডাসার থানায় নিয়ে যাওয়া হয়।

ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা, নারায়নগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি, আইন-শৃংখলা পরিচয়ে ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুজনের নামে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।