জেলা প্রতিনিধি ভোলা
ভোলায় তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জব্দকৃত মাছ ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ মার্চ) রাতে সাড়ে ৯টার দিকে ভোলার সদরের হাজিরহাট এলাকার তেতুলিয়া নদীতে যাত্রীবাহি রাসেল-৫ ও এমভি জাহিদ লঞ্চে তল্লাশি করে ৯ হাজার ২০০ কেজি এবং সদরের ইলিশা মেঘনা নদীতে কার্নিভাল ক্রুজ লঞ্চে অভিযান চালিয়ে চার হাজার আচশ কেজি ইলিশ, পোয়া, চিংড়ি, বালিয়া ও পাঙ্গাস মাছ জব্দ করা হয়। কিন্তু উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত মাছ মঙ্গলবার সকালে মৎস্য বিভাগের উপস্থিতিতে গরীব, অসহায়, দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়।