স্বাধীনতার মহান স্থপতির ১০৪ তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর ৫ম বর্ধিত সভা উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

জাহাঙ্গীর আলম মিয়া :
আজ বিকেলে রাজধানীর তোপখানা রোডস্হ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে স্বাধীনতার মহান স্থপতির ১০৪ তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর ৫ম বর্ধিত সভা উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
পবিএ কুরআন থেকে দোয়া পাঠ করেন: বেতার ও টিভির ভাষ্যকার মুফতি মো. মোরতুজা হোসাইন।
সভাায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
সন্চালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ।
উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিডারশীপ এওয়ার্ড প্রাপ্ত সাবেক ছাএনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সন্মানিত সদস্য জনাব মো. মফিজুল ইসলাম মফিজ।


সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য
জনাব শিরীন আহমেদ।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন হাসান উজ জামান, মহাসচিব -মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সন্মানিত সদস্য সর্বজনাব মামুন মল্লিক, আবদুল কাদের, কাজী কাইয়ুম, মো. আনোয়ার হোসেন কবির ও সাংবাদিক এফ রহমান রুপক।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, অডিট এন্ড একাউন্টস অফিসার্স এসোসিয়েশন, সিজিএ, বাংলাদেশ এর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মো. মফিজ উদ্দিন খান, বরেণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক খ ম নুরুল ইসলাম, হিসাব বিভাগের ডিসিও জনাব মো. আমির হোসেন, সাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব খোরশেদ আলম, সাস ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মুফতি মাহতাবউদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগ এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সন্মানিত সদস্য জনাব মাহফুজুর রহমান শিবলু।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন:
সর্বজনাব অধ্যক্ষ মো. মুজিবুল হায়দার, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুরুল ইসলাম, রাশেদুল হাসান, হাজ্বী তারিকুল ইসলাম তরু, কৃষিবিদ রমিজ আহমেদ শিকদার, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, কৃষিবিদ হাসান রুহি, মোস্তফা হায়দার, মইনুল ইসলাম, আসিফ হাওলাদার ইলিয়াস, শেখ জামাল উদ্দিন, মাহবুব জাকির, মো: আবুল হোসেন (ঢাকা বিভাগ), মনজুরুল হক( ঢাকা বিভাগ), নাসরীন আক্তার, দেলোয়ার হোসেন, মোকসেদুল ইসলাম নয়ন, মোরসালিনা আক্তার, রাজু আহমেদ।

দোয়া পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উওর এর যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা মো. আমির হোসেন।