নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে আজ দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে আসতে পারে। রাজশাহী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও প্রশমিত হওয়ার আভাস রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি।আবহাওয়া অফিসের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য বলছে, এ সময়ের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়া ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী একদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়া ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্র বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।