উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরে ড্রোন দিয়ে পর্যবেক্ষণে সুফল পাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪

জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জঃ 

সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে উত্তরবঙ্গে মহাসড়কের সিরাজগঞ্জ উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরে ড্রোন দিয়ে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। হাইওয়ে পুলিশ এবারই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন ঈদে ঘরে ফেরা উত্তরাঞ্চলের বাসযাত্রীরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল ওয়াদুদ জানান, ড্রোন দিয়ে যানবাহন চলাচল পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়ে গত সপ্তাহে হাইওয়ে পুলিশপ্রধান, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শাহাবুদ্দিন খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাটিকুমরুলে কয়েক দফা সভা করেন।

এ বছর মানুষের এসব দুর্ভোগ নিরসন এবং তাদের ঈদযাত্রা নিরাপদ করতে স্থানীয় জেলা পুলিশের সহযোগিতা নিয়ে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রায় ২০ কিলোমিটারজুড়ে ড্রোনে যানবাহন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ড্রোনে পর্যবেক্ষণ শুরু হওয়ায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এবার অজ্ঞান পার্টি বা ছিনতাইকারীদের কার্যক্রম একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। ঘরে ফেরা বাসযাত্রীরা এতে বেশ খুশি।

সোমবার ঢাকা থেকে বগুড়ায় ফেরা বাসযাত্রী আবদুল হামিদ, শফিকুল ইসলাম ও সাবিনা খাতুন জানান, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এবার অবৈধ ছিনতাইকারী, অজ্ঞান পার্টিসহ অবাঞ্ছিত লোকজনের উপস্থিতি একেবারেই নেই। তারা অনেকটা স্বস্তিতে বাসযাত্রা করেছেন।একই ভাষ্য ঢাকা থেকে ফেরা উল্লাপাড়ার রফিকুল, হাসিনা বেগম, ইসমত আরাসহ আরও অনেক যাত্রীর। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য হাইওয়ে পুলিশের গৃহীত বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থায় তারা খুশি বলে জানান।