স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালে মধ্যে শীর্ষস্থান নিয়ে কাড়াকাড়ি চলছেই। তবে গত রাতে লিভারপুল ও আর্সেনাল যা করল তাতে সিটির খুশি না হয়ে উপায় নেই। লুটনকে গোলবন্যায় ভাসিয়ে শীর্ষে বসেছিল ম্যানচেস্টার সিটি। যদিও লিভারপুল ও আর্সেনালের চেয়ে ম্যাচ খেলেছিল একটি বেশি। নিকটতম এই দুই প্রতিপক্ষ যদি নিজেদের ম্যাচ জিততো তাহলে তিনে নেমে যেতে হতো সিটিজেনদের। কিন্তু মহাগুরুত্বুপূর্ণ সময়ে নিজ নিজ ম্যাচে হারের স্বাদ পেয়েছে লিভারপুল ও আর্সেনাল।
রোববার দিনের শুরুতে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। তাতে সিটিকে টপকাতে পারেনি ক্লপের দল। এরপর ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। এতে শীর্ষে উঠার সুযোগ হারিয়েছে আর্সেনাল। এই দুই দলের হারে ৩২ রাউন্ড শেষে সিটিই থাকল শীর্ষে।
এমিরেটস স্টেডিয়ামে ভিলার ওপর একের পর এক আক্রমণ চালালেও সফল হাতে পারেনি আর্সেনাল। উল্টো শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নিয়ে যায় ভিলা। ৮৪ মিনিটে সফরকারীরদের হয়ে প্রথম গোলটি করেন লিওন বেইলি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওলি ওয়াটকিনস। গত বছরের ৩১ ডিসেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। যে হার খুব বিপদেই ফেলল তাদের!৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ৭১ পয়েন্ট করে নিয়ে দুইয়ে আর্সেনাল ও তিনে লিভারপুল। বাকি ছয় ম্যাচে ম্যানসিটি পা না ফসকালে শিরোপা তাদের ঘরেই যাচ্ছে তা বলাই যায়।