স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ লাভের পর ঢাকায় এসেছেন নাথান কেলি। গতকাল রোববার ঢাকার মাটিতে পা রাখেন অস্ট্রেলিয়ান এই কোচ।টাইগার ক্রিকেটারদের সঙ্গে যেন কাজের প্রবল আগ্রহ নাথানের। সে কারণেই বোধ হয়, ঢাকায় এসে তেমন একটা বিশ্রামও নেননি তিনি। পরেরদিন অর্থাৎ আজ সোমবার সকালেইে নেমেছেন মাঠে।
ঈদের ছুটি কাটিয়ে আজ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। প্রথম দিন মাঠে নেমেছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক। এই ম্যাচেই নাথানকে দেখা গেছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন সময়েই মাঠে নামেন তিনি। এ সময় নাথানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস।
আজ শেরে বাংলায় আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলায় প্রাইম ব্যাংকের নেতৃত্বে থাকছেন না নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। খেলোয়াড়দের তালিকায় পরিষ্কার দেখা গেছে, তামিমের বদলে প্রাইম ব্যাংকের আজকের অধিনায়ক জাকির হাসান।নাথানকে দুই বছরের জন্য স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এর নিউ সাউথ ওয়েলসের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে তার প্রধান কোচ ছিলেন জাতীয় দলের বর্তমান হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে।