আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
বিগত তিন দিনের তুষারপাত, বৃষ্টি, এবং বন্যায় আফগানিস্তানে নিহত হয়েছেন অন্তত ৩৩ জন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। খবর- এনডিটিভি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সাইক জানিয়েছেন, বন্যায় ৬০৬টি ঘর আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ফারাহ, হেরাত, জাবুল, এবং কান্দাহারে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি। এসব এলাকাতেই বেশিরভাগ নিহতের ঘটনা জানা গেছে। আগামী কয়েক দিনে তুষারপাত ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।এ দুর্যোগে ২২ হাজারের বেশি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রনালয়টি।