সালিশ বৈঠকে থাপ্পড় দেওয়ায় সাবেক মেম্বারকে পিটিয়ে হত্যা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
![সালিশ বৈঠকে থাপ্পড় দেওয়ায় সাবেক মেম্বারকে পিটিয়ে হত্যা](https://www.newspostbd.com/wp-content/uploads/2024/04/chandpur-20240416164912.jpg)
জেলা প্রতিনিধি,চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব উত্তরে সালিশ বৈঠকে সুরুজ আলী প্রধান (৬৪) নামে এক সাবেক মেম্বার (ইউপি সদস্য) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
মতলব উত্তর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানের বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বৈঠকে বসেন। এ সময় একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেনকে (৩১) সাবেক মেম্বার সুরুজ আলী শাসন সরূপ থাপ্পড় দিলে কবির পাল্টা কিল ঘুষি শুরু করেন। এতে মেম্বার সুরুজ আলী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।