আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ 

প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ট্রেবল জয়ের ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিল ম্যানচেস্টার সিটি। সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। টাইব্রেকার ভাগ্যে বর্তমান চ্যাম্পিয়নদের ৪-৩ গোলে হারিয়েছে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্বপ্ন ভঙ্গ হওয়ায় অবশ্য কোনও অনুশোচনা করছেন না সিটি কোচ পেপ গার্দিওলা। বরং প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে জয়ের কৃতিত্বই দিয়েছেন।

গত সেমিফাইনালে এই সিটির কাছে হেরেই রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছিল। সেই হারের বদলা আনচেলত্তির দল অবশেষে নিয়েছে ইতিহাদে স্টেডিয়ামে। তবে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবারও নির্ধারিত সময়ে ইতিহাদ স্টেডিয়ামে জিততে পারেনি। বিজয়ী নির্ধারণে টাইব্রেকারে যেতে হয়েছে। শুটআউটে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে ৪-৩ গোলে হারিয়েছে মাদ্রিদের অভিজাতরা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় লেগেও নির্ধারিত সময়ের স্কোর ছিল ১-১। দুই লেগ মিলে ৪-৪ এ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য কোনও গোল হয়নি। ম্যাচের পর গার্দিওলা বলেছেন, ‘রিয়াল মাদ্রিদকে অভিনন্দন। ওরা এত গভীরভাবে রক্ষণ সামলেছে, যাতে ছিল অবিশ্বাস্য একতা। আমরা সব কিছুই করেছি। তাতেও না হওয়ায় আমার কোনও অনুশোচনা নেই। রক্ষণ, আক্রমণ সব বিভাগেই ব্যতিক্রমীভাবে চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’

ব্যাপারটা দুর্ভাগ্যের অবশ্যই। ম্যাচে ৩৩টি শট নিয়েছিল সিটি। সেই তুলনায় মাদ্রিদের ছিল ৮টি। সফরকারীদের ১টি কর্নারের বিপরীতে তারা কর্নার পেয়েছে ১৮টি! তার পরেও গার্দিওলার শিষ্যরা তাদের বিপক্ষে কিছুতেই কিছু করতে পারেনি। গার্দিওলাও স্বীকার করেছেন নিজেদের ব্যর্থতা, ‘ফুটবল হচ্ছে গোলের খেলা। পেনাল্টি ওরা আমাদের চেয়ে ভালো করে নিয়েছে। সব কিছুই ছিল অসাধারণ। পেনাল্টির ক্ষেত্রে আপনি কিছু জিতবেন, অপরপক্ষ কিছু জিতবে। কিন্তু যেভাবে আমরা খেলেছি, তাতে এটা আগেই শেষ করা উচিত ছিল। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তার পরেও সেটা যথেষ্ট ছিল না।’