স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
থাইল্যান্ডের ব্যাংকক ওপেন দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়ের জিএম নর্ম পাওয়ার সম্ভাবনা ছিল। আজ শেষ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহের বিপক্ষে ড্র করলেই মিলত জিএম নর্ম। সেই ম্যাচে দুর্দান্ত শুরুতে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হেরেছেন নীড়।
জিএম নর্মের খুব কাছে মিস করেও হতাশ নন নীড়, ‘একটা খুব সম্ভাবনা ছিল। এরপরও পাইনি এতে মন খারাপ নেই। ভালো খেলেছি, এটাই এখন প্রয়োজন। একটি আইএম নর্ম পেয়েছি ও রেটিং বৃদ্ধি পেয়েছি অনেক। আমার লক্ষ্য ২-৩ বছরের মধ্যে জিএম হওয়া’ থাইল্যান্ড থেকে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন নীড়।
এই টুর্নামেন্টেই এক গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আরেক গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে ড্র করেছিলেন। আজ হারার কারণ সম্পর্কে বলেন, ‘সময়ের চাপের ছিলাম। এতে কিছু চাল ভুল হয়েছে।’ দাবায় অনেক সময় সমঝোতার ড্র হয়। জিএম নর্ম সম্ভাবনা থাকায় নীড় চেয়েছিলেন সমঝোতার ড্র, ‘গতকাল প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার পর ড্র নিয়ে আলোচনা করেছিলাম। এতে তিনি সম্মত হননি, খেলতে চেয়েছেন। আমি ভালোই খেলছিলাম কিন্তু সময়ের চাপে হয়নি।’
এই টুর্নামেন্টে নীড়ের সঙ্গে খেলছেন আরেক ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। সুমন আজ হারলেও শাকিল শেষ রাউন্ডে জিতেছেন। আরেক দাবাড়ু নাইম আজ শেষ রাউন্ডে অংশ নেননি। তবে তাদের তিন জনেরই আজ দৃষ্টি ছিল নীড়ের বোর্ডে।অভিজ্ঞ দাবাড়ু তৈয়বুর রহমান নীড়ের আজকের খেলা নিয়ে বলেন, ‘গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে নীড় দুর্দান্ত খেলেছে। বিশেষ করে শুরুর দিকে জয়ের অবস্থানেই ছিল। পরবর্তীতে চাপে পড়ে খেলার নিয়ন্ত্রণ হারায় এবং শেষ দিকেই হেরেই যায়। তারপরও এই টুর্নামেন্ট থেকে নীড় ও বাংলাদেশের প্রাপ্তি অনেক।’নীড় নয় রাউন্ডের টুর্নামেন্টে সাড়ে ছয় পয়েন্ট পেয়েছেন। শীর্ষ আটের মধ্যেই তার অবস্থান হওয়ার কথা। তার চেয়ে পেছনে থাকবেন আন্তর্জাতিক মাস্টার শাকিল, ফিদে মাস্টার তৈয়ব ও নাইম।