সাজ্জাদ হোসেনঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিতে যুক্ত হলেন নতুন ৫ সহকারী প্রক্টর।মঙ্গলবার (২৩ এপ্রিল) চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
নতুন পাঁচ সহকারী প্রক্টরের হলেন- ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক নীল; সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন মিত্র; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ; ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান।
নিজের অনুভূতি ব্যক্ত করে চবির নতুন সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ বলেন, আমাকে যোগ্য মনে করে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য আমি খুশি। আমি চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রছাত্রী ওঠানোসহ বিভিন্ন কাজে প্রক্টরকে সহযোগিতা করাই আমার প্রধান কাজ হবে।