কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

মোঃ সাইফুল ইসলামঃ 

প্রায় সাড়ে তিন কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৮ এপ্রিল) দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুজিবুর রহমানের নামে ২০১০ সাল থেকে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট আট কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এর মধ্যে চার কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৯৯ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও তিন কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকার সম্পদের উৎস দেখাতে পারেননি তিনি। সেই কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।