পুলিশের গাড়িতে হামলা, বিজয়ী চেয়ারম্যানসহ পরাজিত প্রার্থী আটক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পুলিশের গাড়িতে হামলার ঘটনায় বিজয়ী চেয়ারম্যানসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আঁধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- বিজয়ী চেয়ারম্যান ওমর ফারুক ইবিনে হুছাইন ভুলু ও পরাজিত প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরী। এদিকে হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট, ৪ রাউন্ড গ্যাস সেল ও ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আটক ভুলু ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এবং বোরহান তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বোরহান চৌধুরী ৬২৩৯ ভোট ও আনারস প্রতীকে ভুলু ৭৫৪২ ভোট পেয়েছেন।
পুলিশের স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ওই ইউনিয়নের ১নং ও ৭নং ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়। এতে অটোরিকশা প্রার্থী বোরহান চৌধুরী ভোট কম পাওয়ায় তার সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় তারা দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সহকারী পুলিশ সুপার (রামগতি-সার্কেল) সাইফুল আলমের গাড়ির সামনের গ্লাসের কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট, ৪ রাউন্ড গ্যাস সেল এবং ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বিজয়ী চেয়ারম্যান ভুলু ও পরাজিত প্রার্থী বোরহানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এতে কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের বলেন, ফলাফল ঘোষণা নিয়ে ভোট কেন্দ্রে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়। আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সীমানা জটিলতা ও মামলার কারণে তেওয়ারীগঞ্জসহ সদর উপজেলার ৫ টি ইউনিয়নে প্রায় ১৩ বছর নির্বাচন স্থগিত ছিল। রোববার (২৮ এপ্রিল) ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হয়।