নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, দেশে তীব্র দাবদাহে অসহায় দিনমজুর, রিকশাওয়ালা ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তাদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের দাঁড়ানো উচিত।
গতকাল শনিবার কাকরাইলস্থ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল ইসলাম রুবেল বলেন, রাজনীতি সব সময় জনগণের কল্যাণে করা উচিত। জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে আছেন। এ সময় তিনি সারাদেশে যুব সংহতির নেতাকর্মীদের দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট শিরীন আক্তার, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, সমাজ কল্যাণ সম্পাদক রমিজুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক আলামিন প্রমুখ।