খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে স্কোয়াডে ফিরিয়েছে স্কটল্যান্ড। টপ অর্ডার ব্যাটার মাইকেল জোন্স এবং পেসার ব্র্যাড হোয়েলকে নিয়েই ১৫ সদস্যের দল গঠন করেছে স্কটিশরা। দুজনেই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন। যদিও আসন্ন ত্রিদেশীয় সিরিজে নেই তারা।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গতকাল সোমবার (৬ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। রিচি ব্যারিংটনকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে।
ডারহাম এবং হ্যাম্পশায়ারের হয়ে খেলা জোনস ও হোয়েল এই মাসের নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে নেই, কিন্তু বিশ্বকাপের জন্য তাদের দলে রাখা হয়েছে। তাদের সুযোগ দিতে গিয়ে বাদ দিতে হয়েছে সাসেক্সের দ্বিতীয় উইকেটকিপার চার্লি টিয়ার ও সিমার গাভিন মাইনকে।
এছাড়া ত্রি-দেশীয় সিরিজের বাকি সবাইকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড। এবারের আসরে নিজেদের পূর্বের সাফল্যকে নিশ্চিতভাবে ছাড়িয়ে যেতে চাইবে স্কটিশরা। গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিল সহযোগী দেশটি। এবার তার চেয়েও ভাল কিছু করতে চায় তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ‘বি’ গ্রুপে আছে স্কটল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও অস্ট্রেলিয়া। ৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে স্কটল্যান্ডের। এরপর যথাক্রমে ৬ জুন নামিবিয়া, ৯ জুন ওমান ও ১৫ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইট পর্বে।