অ্যাপলের নতুন আইপ্যাড, ম্যাজিক কি-বোর্ড ও পেনসিল প্রো, দাম কত?
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
তথ্যপ্রযুক্তি ডেক্স:
বিশ্বজুড়ে ব্যবহারকারীরা অ্যাপল ইভেন্টের দিকে তাকিয়ে থাকেন। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ‘লেট লুজ’ ইভেন্টে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে। এর মধ্যে আছে আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, ম্যাজিক কিবোর্ড, পেনসিল প্রো।
এবার থেকে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি মডেলের আইপ্যাড এয়ার পাওয়া যাবে। বাজারে আসছে নীল, বেগুনি, স্টারলাইট ও স্পেস গ্রে রঙের আইপ্যাড এয়ার। মডেলগুলো পাওয়া যাবে ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি-র।
১১ ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে প্রায় ৭৮,৯০০ টাকা থেকে। এই ভার্সন হলো ওয়াইফাই। এরপর থাকছে ওয়াইফাই সেলুলার ভার্সন, যার দাম শুরু প্রায় ৯৮,৭০০ টাকা থেকে। ১৩ ইঞ্চি ওয়াইফাই মডেলের দাম শুরু হচ্ছে ১ লাখ ৫ হাজারের বেশি থেকে। ওয়াইফাই সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ১ লাখ ২৫ হাজারেরও বেশি থেকে।
এছাড়া অ্যাপল পেনসিল প্রো-র নতুন মডেলের দাম রাখা হয়েছে প্রায় ১৫,৭০০ টাকা। আইপ্যাড প্রো ১১ ইঞ্চির ওয়াইফাই মডেলের দাম রাখা হয়েছে ১ লাখ ৩১ হাজারের বেশি। ওয়াইফাই সেলুলার মডেলের দাম প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা। আইপ্যাড প্রো ১৩ ইঞ্চি ওয়াইফাই মডেলের দাম শুরু প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা থেকে। ওয়াইফাই সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে অন্তত ১ লাখ ৯৭ হাজার টাকা থেকে।
নতুন আকর্ষণ ম্যাজিক কি-বোর্ড
অ্যাপলের নতুন ম্যাজিক কি-বোর্ডের সাদা ও কালো রঙের মডেল পাওয়া যাচ্ছে। ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি আইপ্যাড এয়ারে কাজ করবে ম্যাজিক কি-বোর্ড। ১১ ইঞ্চি ভার্সনের দাম শুরু হচ্ছে প্রায় ৩৯৪০০ টাকা থেকে। ১৩ ইঞ্চি ভার্সনের দাম শুরু হচ্ছে অন্তত ৪৪,৬০০ টাকা থেকে। ম্যাজিক কি-বোর্ডে ৩০টিরও বেশি ভাষা পাওয়া যাবে।