ফরিদপুর উপজেলা নির্বাচনে দুই ঘণ্টায় চার কেন্দ্রে ৫৬ ভোট
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,ফরিদপুরঃ
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের চারটি কেন্দ্রে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ৪০টি ভোট পড়েছে।চরমাধবদিয়া ইউনিয়নের কেন্দ্রগুলো হচ্ছে- চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, ঢরবালুধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মমিনখার হাট সরকারি উচ্চ বিদ্যালয়।
মাধবদিয়া ময়েজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পঙ্কজ কুমার বিশ্বাস বলেন, ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ কম। ৬টি বুথে ১০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে দুই হাজার ১৮ জন ভোটার।
জানা যায়, মমিন খার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬টি বুথে সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত ১২টি ভোট পড়েছে। এখানে ভোটার সংখ্যা ২১৫৩। অন্যদিকে চরবালুধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ৩ হাজার ৫৬৭ জন। ২ ঘণ্টায় এদের মধ্যে ভোট দিয়েছেন ২৬ জন এবং চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫টি কেন্দ্রে ভোট পড়েছে মোট ৮টি।