কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এক গ্রামেই ৩ জনপ্রতিনিধি নির্বাচিত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

জেলা প্রতিনিধি,ঝিনাইদহঃ 

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একই গ্রাম থেকে তিনজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা সবাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আড়পাড়া গ্রামের বাসিন্দা। তাদের বিজয়ে গ্রামে আনন্দের বন্যা বইছে। ফুল ও মিষ্টি বিতরণসহ রং খেলায় মেতে ওঠে সব বয়সী নারী-পুরুষ।

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিবলী নোমানী। এর আগে ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহানাজ পারভীন।

আড়পাড়া গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, এ গ্রাম থেকে তিন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করছি। গ্রামের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন এ আশা করছি।নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী বলেন, উপজেলার সব ভোটারের ভালোবাসায় আমরা জনপ্রতিনিধি হয়েছি। তাদের ভালোবাসা কোনোদিন ভুলব না। অবশ্যই গ্রামের মানুষের সন্মান রাখব।নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী অংশ নেন।