জাল ভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কারাদণ্ড
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে জাল ভোট দেওয়ার সময় একটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল ওই প্রিসাইডিং কর্মকর্তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্টেট কিশোর কুমার দাস।
বুধবার (৫ জুন) বিকেলে উপজেলার হেমনগর ইউনিয়নের খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলামকে হাতে নাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডিত প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
জানা গেছে, চতুর্থধাপে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের শেষ সময়ে প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম একজন প্রার্থীকে ৫টি জাল ভোট দেয়। পরে সিলযুক্ত ব্যালট পেপার বাক্সে ফেলার সময় সেখানে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস তাকে হাতে নাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কর্মকর্তাকে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।