রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষনেতা আকিজসহ গ্রেপ্তার ৫
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষনেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে কক্সবাজারের র্যাব-১৫-এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আরসার শীর্ষনেতা মৌলভি আকিজ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে। রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪-এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-৫ সি ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভি নাছেরের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ মৌলভি অলি আকিজ (৫০), ক্যাম্প-৬ এর ডি ব্লকের মৌলভি আনোয়ারের ছেলে মোহাম্মদ ফয়সাল ওরফে মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর এক্সটেনশন এস/৪ বি/৫ এর মৃত মৌলভি রহমত উল্লাহর ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), ক্যাম্প-৮ এর বি ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে মো. সালাম প্রকাশ মাস্টার সালাম (২০) ও ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে মোহাম্মদ জুবায়ের (২৪)।
র্যাবের দাবি, আরসার শীর্ষনেতা মৌলভি আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪-এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরসার শীর্ষনেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে তিনটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।