খেলাধুলা ডেস্ক:
বেশ কিছুদিন থেকেই ফর্মে নেই সাকিব আল হাসান। বিশ্বকাপেও বাংলাদেশের প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়েই থেকেছেন। ব্যাটে রান তো পাননি, বল হাতেও ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভার বল করার পর তার হাতে আর বলই দেননি টাইগার অধিনায়ক।
ক্যারিয়ারের কোনো পর্যায়েই আগে এমন খারাপ সময় আসেনি সাকিবের। একে একে হারাচ্ছেন নিজের রাজত্ব।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন। গত সপ্তাহে নিজের সিংহাসন ফিরে পাওয়া সাকিব আল হাসানের এবার মহাপতন ঘটেছে। এক ধাক্কায় নেমে গেছেন চার ধাপ। টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। শীর্ষে উঠেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিং গত কয়েক সপ্তাহ ধরেই অদলবদলের মধ্য দিয়ে যাচ্ছে। শীর্ষস্থান নিয়ে লড়াই চলছিল সাকিব ও লঙ্কান দলপতি ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে। গত সপ্তাহে হাসারাঙ্গাকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে ওঠেন সাকিব। কিন্তু ঠিক সাতদিনের মাথায় শীর্ষস্থান তো হারালেনই, নেমে গেছেন পাঁচ নম্বরে। ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি।
বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ১৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। সেই ম্যাচে বল হাতে খরচ করেছিলেন ৮ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ রানে ২ উইকেট শিকার করে ঐতিহাসিক জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন নবি। এই পারফরম্যান্সই তাকে শীর্ষে বসিয়েছে।
পতন হয়েছে সাকিবের সঙ্গে শীর্ষস্থানের লড়াইয়ে থাকা হাসারাঙ্গারও। বিশ্বকাপে ভালো করতে না পারা লঙ্কান দলপতি নেমে গেছেন ৩ নম্বরে। তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছেন মার্কাস স্টয়নিস। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন এই অজি অলরাউন্ডার। ওমানের বিপক্ষে ৬৭ রান ও ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে বিশ্বকাপ শুরু করেন তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও ৩০ রান করার পাশাপাশি ১ উইকেট শিকার করেন। তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ব্যাট করতেই হয়নি তাকে। তবে বল হাতে ২ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রেখেছেন স্টয়নিস।
সেরা পাঁচে জায়গা ধরে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। চার নম্বরেই আছেন তিনি। সেরা দশে উন্নতি করেছেন হার্দিক পান্ডিয়া ও নেপালের দীপেন্দ্র সিং এইরি। এক ধাপ করে এগিয়ে আট ও নয় নম্বরে আছেন তারা। ২ ধাপ পিছিয়ে ১০ নম্বরে আছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।