পঞ্চগড়ে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগায় তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বুধবার (৩১ মে) ভোররাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বোদা উপজেলার সদর ইউনিয়নের তৃতোপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে একই মোটরসাইকেলে চার ব্যক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা এক আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। এসময় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট-লক্ষীরহাট এলাকায় পৌঁছলে একটি কাঠ বোঝাই ট্রাক্টরে ধাক্কা লেগে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে আহত অবস্থায় প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল হতে গাছভর্তি ট্রাক্টর জব্দ করেছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে যায়।