২০২৩-২৪ অর্থবছরে ভূমি মন্ত্রণালয় খাতে ২ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভূমি মন্ত্রণালয় খাতে ২ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ২ হাজার ৩৮৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ১ হাজার ৯৪৯ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে ভূমি মন্ত্রণালয় খাতে ২ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৩৮৪ কোটি টাকা।”
তিনি আরো বলেন, ভূমি মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৯২৬ কোটি এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ১ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।