সচিবালয়ে নতুন দুই উপদেষ্টা

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

নবগঠিত অন্তর্র্বতীকালীন সরকারের নতুন দুই উপদেষ্টা সচিবালয়ে এসেছেন। তাদের দফতরের সামনে কাগজে প্রিন্ট করা নামফলক বসানো হয়েছে। অন্য উপদেষ্টারা এখনও আসেননি। তবে তাদের বরণে প্রস্তুতি চলছে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে।

শনিবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, আগের সরকারের মন্ত্রিসভার সদস্যদের নামফলক সরিয়ে নতুন সরকারের উপদেষ্টাদের নামফলক বসানো হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের সচিবরাও কার্যালয়ে এসেছেন।
সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে আসেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কিছুক্ষণ পরে সচিবালয়ে আসেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আদিলুর রহমান খান। তবে তার দফতর মতিঝিল। তিনি এসে আইন উপদেষ্টা আসিফ নজরুলের দফতরে বসেন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে ১১টার দিকে আদিলুর রহমান খান নিজ দফতরে উদ্দেশে সচিবালয় থেকে বেরিয়ে যান। এসময় কথা হয় এই প্রতিনিধির সঙ্গে। নিজ দফতরে কখন যাচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ১১টায় সময় দিয়েছিলাম, সেই অনুযায়ী বের হয়েছি।’

আইন উপদেষ্টার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা সারলাম। আর বাকিটা সময় একটু ব্যক্তিগতভাবে আড্ডা দিলাম।’

এছাড়াও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বেলা ১২টার দিকে দফতরে আসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পীরগঞ্জের গ্রামের বাড়িতে গিয়েছেন। তারসঙ্গে দুই শিক্ষার্থী প্রতিনিধি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারও যাওয়ার কথা রয়েছে। তাই তারা আজ সচিবালয়ে আসছেন না বলেই অনুমেয়।

অন্যান্য উপদেষ্টারাও আজ সচিবালয়ে আসার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা।