পাঁচ দফা দাবিতে সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের মানববন্ধন

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সচিবালয়ে কর্মরত আইসিটি জনবলের পদনাম পরিবর্তন, আন্ত মন্ত্রণালয় বদলি ও পদোন্নতির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সচিবালয়ে কর্মরত আইসিটি কর্মকর্তারা। একইসঙ্গে তাদের এসব দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি আবেদনও দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সচিবালয়ে পানির পাম্পের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানান তারা।

কর্মকর্তারা বলেন, একটি বৈষম্যহীন স্বচ্ছ জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের দক্ষ মানবসম্পদ হিসেবে আইসিটি খাতকে গড়ে তোলার জন্য এবং প্রতিবন্ধকতা, মানসিক দৈন্য অবস্থা, হতাশা নিরসনকল্পে আমাদের দাবিসমূহ বাস্তবায়ন ও কার্যকর করতে সচিব মহোদয় আন্তরিক সহযোগিতা ও আশু পদক্ষেপ কামনা করছি।
১. সচিবালয়ে কর্মরত আইসিটি জনবলের আন্ত:মন্ত্রণালয় বদলি ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. সচিবালয়ের মূল পদের সঙ্গে সংগতিপূর্ণ রেখে বিভিন্ন পদনাম পরিবর্তন করতে হবে।

৩. সব মন্ত্রণালয়ে/ বিভাগে আইসিটি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত আইসিটি অনুবিভাগ স্থাপন করতে হবে।

৪. সব মন্ত্রণালয়/বিভাগের আইসিটির ৬ষ্ঠ গ্রেড ও তদূর্ধ্ব পদে সরাসরি নিয়োগ বন্ধ করে পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে।

৫. আইসিটি কর্মকর্তাদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রেখে যথোপযুক্ত ক্যারিয়ার প্ল্যান তৈরি ও যুগোপযোগী আইসিটি ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।