রংপুরে মাঠে নেই আওয়ামী লীগ, কঠোর অবস্থানে ছাত্র-জনতা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রংপুর প্রতিনিধি:
১৫ আগস্ট ঘিরে রংপুরে দেখা যায়নি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। তাদের দলীয় কার্যালয়ে নেই কারো উপস্থিতি। ভঙ্গুর অবস্থায় পড়ে আছে কার্যালয়গুলো। ডিসির মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দেওয়া হয়নি শ্রদ্ধাঞ্জলি।
আওয়ামী লীগ নেতাকর্মীরা না থাকলেও রংপুরের রাজপথে দেখা গেছে ছাত্র-জনতাকে। তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাউন হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
অপরদিকে, গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করছে।
৪ আগস্ট শিক্ষার্থী ও সাধারণ জনতার সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের পর গা ঢাকা দেন দলটির নেতাকর্মীরা। এরপর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন।
রংপুর মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এই স্বাধীনতা ছিনিয়ে নিতে ১৫ আগস্ট কর্মসূচি পালনের নামে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আমরা তাদের নীল নকশা বাস্তবায়ন হতে দেবো না।