ভিসার কথা বলে ২ হাজার কোটি টাকা নিয়ে উধাও, ভুক্তভোগীদের মানববন্ধন

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ইউরোপের বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ২ হাজার কোটি টাকার প্রতারণা করলেও মামলা নিচ্ছে না পল্লবী থানার ওসি। এমন অভিযোগ তুলে সচিবালয়ের সামনে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১৯ আগস্ট) সকালে সচিবালয়ের সামনে মানববন্ধনে প্রতিষ্ঠানটির বিচার দাবি করেন তারা।
ভুক্তভোগী অভিযোগকারীদের পক্ষে মো. আনিসুর রহমান বলেন, আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। পল্লবীর শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের প্রায় পাঁচশজন লোককে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। আমরা বিভিন্ন সময় ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা করে দেই। আমাদের ভিসা আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে ঘুরাচ্ছিল।

তিনি বলেন, সর্বশেষ গত ১১ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় আমরা শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেডের অফিসে গেলে তালাবদ্ধ পাই এবং সেখানে শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেডের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একটি ভিডিও বার্তা দেন। সেই বার্তা থেকে বোঝা যায় এই চক্রের সঙ্গে পল্লবী থানার ওসি রাব্বানি জড়িত।
তিনি আরও বলেন, পল্লবী থানায় মামলা করতে গেলে ওসি আমাদের মামলা নেবেন না বলে জানিয়ে দেন। শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের কাছ থেকে আনুমানিক ২ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তাদের। সব অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এবং টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।