সৌদি আরব অপরিশোধিত তেল উত্তোলন কমাচ্ছে: বিশ্ববাজারে বাড়ছে দাম
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
অপরিশোধিত তেলের দাম বাড়ানোর জন্য বিশ্বের তেল-উৎপাদনকারী দেশগুলো নিজেদের উৎপাদন কমিয়ে আনতে সম্মত হয়েছে। সৌদি আরব জানিয়েছে, জুলাই মাসে দৈনিক এক মিলিয়ন মানে ১০ লক্ষ ব্যারেল পরিমাণ তেলের উৎপাদন কমাবে দেশটি। খবর বিবিসি।
ওপেক প্লাস, অর্থাৎ বিশ্বের খনিজ তেল রপ্তানিকারক দেশসমূহ এবং তাদের মিত্রদের সংগঠন, বলছে ২০২৪ সাল থেকে দিনে তেল উত্তোলন লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ লাখ ব্যারেলের মত কমানো হবে।
বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ ওপেক প্লাসভুক্ত দেশসমূহ উৎপাদন করে থাকে। এ কারণে তাদের সিদ্ধান্ত তেলের দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
ইতিমধ্যে সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দুই দশমিক চার চার শতাংশ বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৭৭ ডলারে ঠেকেছে। এদিকে, গত মাসে যুক্তরাজ্যে ডিজেলের গড় দাম লিটার প্রতি রেকর্ড ১২ পয়সা কমেছে।
জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে রোববার রাশিয়ার নেতৃত্বে তেলসমৃদ্ধ দেশগুলো সাত ঘণ্টাব্যাপী এক বৈঠক করে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, ২০২২ সালের অক্টোবর থেকে ওপেক প্লাস মোট উৎপাদন কমিয়েছে। এর ফলে তেলের দৈনিক উৎপাদন ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেলে পৌঁছায়।
ওপেক প্লাস ইতিমধ্যেই দৈনিক দুই মিলিয়ন ব্যারেল তেলের উৎপাদন কমানোর ব্যাপারে সম্মত হয়েছে, যা বিশ্বব্যাপী তেলের মোট চাহিদার প্রায় দুই শতাংশ।
‘আলোচনার ফলে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো গেছে,’ নোভাক বলেন।