বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ শান্তর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। দারুণ এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
১০ উইকেটে ম্যাচ জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সঞ্চালকের অনুমতি নিয়ে শান্ত বাংলায় বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জিতলেও টেস্ট ক্রিকেটে জয় ছিল না বাংলাদেশের। ২০০১ সাল থেকে চলতি সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩টি টেস্ট খেলেছে। কিন্তু একটিতেও জিততে পারেনি তারা। ২০০৩ সালে মুলতানে জয়ের সম্ভাবনা তৈরি হলেও সেই ম্যাচটি বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নেন ইনজামাম উল হক। ২১ বছর পর সেই হারের বদলা নিলেন সাকিব-মুশফিকরা।