ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে, দাবি ভারতের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
এবার ফারাক্কা থেকে পানি ছাড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারত জানিয়েছে, প্রতি বছর বর্ষায় পানি ছাড়া হয় এবং ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে।
বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ অগাস্ট ফারাক্কা থেকে পানি ছাড়া শুরু হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানায়, ফারাক্কায় ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। কোনো গেট তিন বা চার ফুট, কোনো গেট ১০ বা ১২ ফুট খুলে দেওয়া হয়েছে।
রিপোর্ট বলছে, ফারাক্কা থেকে বাংলাদেশে যে পানি আসে, তা চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে পদ্মায় প্রবেশ করে। সেখানে সোমবার পানি স্তর ২০ দশমিক পাঁচ মিটার ছিল। বিপৎসীমা হলো ২২ দশমিক পাঁচ মিটার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়া নিয়ে মিডিয়া রিপোর্ট আমরা দেখেছি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই গেট খোলার মাধ্যমে ১১ লাখ কিউসেক পানি নিচের দিকে গঙ্গা ও পদ্মায় গিয়ে মিশেছে।
জয়সওয়াল বলেছেন, বর্ষার সময়ে পানি ছাড়ার ঘটনা স্বাভাবিক। গঙ্গার উপরিভাগের এলাকায় বেশি বৃষ্টি হলে ফরাক্কায় পানি বেড়ে যায়।
রণধীর জয়সওয়াল বলেছেন, এটা বুঝতে হবে, ফারাক্কা কোনো ড্যাম নয়, এটা ব্যারাজ মাত্র। যখন পানির স্তর একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যায়, তখন বাড়তি যে পানি আসে সেটা বের হয়ে যায়। এটা একটা কাঠামো, যা ফারাক্কা ক্যানালে ৪০ হাজার কিউসেক পানির ধারা বজায় রাখে। এটা খুবই সতর্কতার সঙ্গে করা হয়েছে। ৪০ হাজার কিউসেকের অতিরিক্ত পানি যাতে বাংলাদেশে যেতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।
রণধীর জানিয়েছেন, প্রটোকল অনুযায়ী বাংলাদেশের যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সব তথ্য দেওয়া হয়। ঠিক সময়ে ও নিয়মিত তথ্য দেওয়া হয়। এবারও তার অন্যথা হয়নি।
তিনি বলেন, অনেক ভুয়া ভিডিও আমাদের নজরে এসেছে। ভুল বোঝাবুঝি যাতে হয়, তার জন্য অনেক রটনা, ভয় দেখানোর বিষয়ও সামনে এসেছে। প্রকৃত তথ্য দিয়ে তার মোকাবিলা করা দরকার।