জুস তৈরির মেশিনে মিলল ১৬ কেজি স্বর্ণ, যুবক আটক

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

সিলেট প্রতিনিধি:

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণের বড় চালান জব্দ করা হয়েছে। ওই সময় হোসাইন আহমদ নামে এক যাত্রীকে আটক করা হয়।

বুধবার যাত্রীর লাগেজের অভ্যন্তরে থাকা জুসার ও ব্লেন্ডারের ভেতর থেকে গোয়েন্দা সংস্থা ও কাস্টম হাউজের কর্মকর্তারা স্বর্ণের ওই চালান জব্দ করেন। দুপুরে এ নিয়ে ব্রিফিং করেন কর্মকর্তারা।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানিয়েছেন, জব্দ করা স্বর্ণের ওজন ১৫ কেজি ৯৯৪ গ্রাম। আটক যাত্রী হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের বাসিন্দা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা ২১ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২৫২) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের যাত্রী হোসাইন আহমদ গ্রিন চ্যানেল অতিক্রম করার পর কনকোর্স হল অতিক্রম করে বাইরে চলে যান। তথ্যের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্য তাকে বাইরে থেকে আবার অভ্যন্তরে নিয়ে যান। পরে হোসাইন আহমদের লাগেজ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।
দুপুরে বিমানবন্দরে প্রেস ব্রিফিংকালে সিলেট কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট কার্যালয়ের সহকারী পরিচালক (সিলেট বিমানবন্দর) সাজেদুল করিম জানিয়েছেন, তিনটি জুসার ও ব্লেন্ডারের ভেতর ১০৫টি স্বর্ণের বার এবং গলিয়ে গোল সিলিন্ডারের আকৃতি দেওয়া চারটি স্বর্ণখণ্ড পাওয়া যায়। আটক যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দুবাই থেকে আসা ২৮০টি সোনার বার ও ৬টি সোনার বলসহ চার যাত্রীকে আটক করা হয়েছিল। এরা হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের মইন উদ্দিনের ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারের ইরন মিয়ার ছেলে সানু মিয়া, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের আলহা আসকর মিয়ার ছেলে আক্তারুজ্জামান ও একই উপজেলার চাঁদপুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিসফা মিয়া।