ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল বুধবার

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (৭ জুন) প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,৭ জুন দুপুর ১টায় ‘কলা,আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল প্রকাশ করবেন।
এর আগে গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারই প্রথমবারের মতো মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে একই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার এই ইউনিট মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছিল ১ লাখ ২২ হাজার ৮৮২টি। সে হিসাবে একটি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। সে অনুযায়ী চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।