রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে আশালতা দাস নামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে বিশ্বজিৎ কুমার বিশ্বাস (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।
রায়ে আসামীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের সুজিৎ বিশ্বাসের ছেলে। হত্যাকাণ্ডের মাত্র আট মাসের মাথায় এ রায় দেওয়া হলো। নিহত আশালতা একই গ্রামের বাসিন্দা ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্বজিৎ আশালতা দাসের বাড়িতে ঢুকে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর আশালতা দাসের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরদিন ১৩ ফেব্রুয়ারি বাড়ির বারান্দা থেকে আশালতার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বিশ্বজিৎ বিশ্বাসকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী বলেন, আশালতা দাসের দুই মেয়ে। অনেক আগেই তাদের বিয়ে হয়েছে। তাই বাড়িতে আশালতা একাই থাকতেন। তাঁর জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিলেন। ১৩ ফেব্রুয়ারি সকালে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্বর্ণালংকার ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটান বিশ্বজিৎ। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমরা খুশি।