ইউজিসির নতুন চেয়ারম্যান এস এম এ ফায়েজ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

সাজ্জাদ হোসেন:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এস এম এ ফায়েজের মেয়াদ হবে চার বছরের। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ইউজিসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।