উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে উপাচার্য না থাকায় স্থবির হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ব্যাহত হচ্ছে এখানকার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। তাই দ্রুত উপাচার্য নিয়োগ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের হাতে, সংস্কার মনা ভিসি চাই, রেকর্ড দেখে ভিসি দিন দূর্নীতির খবর নিন, ইবির আঙিনায় দুর্নীতির ঠাঁই নাইসহ প্রভৃতি প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ঢাবি, জাবিসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ইবিতে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। ফলে ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিয়েছে। ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। তাদের দীর্ঘ সেশন জটের কবলে পড়তে হবে। তাই দ্রুত সময়ে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এসময় ইবির সমন্বয়ক এস এম সুইট অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বলেন, যে উপাচার্য শিক্ষার্থীদের বিরোধিতা করবে এমন উপাচার্য আমরা চাই না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তিনি।