ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে প্রাণ-আরএফএল স্কুলের বৃক্ষরোপণ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
হবিগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শৈলজুড়ায় অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং বিভাগের সহযোগিতায় কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা। এছাড়া পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (আরএফএল) জেনারেল ম্যানেজার (জিএম) ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি লে. কর্নেল ইঞ্জিনিয়ার শেখ জালালের (অব.) সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা রাম কৃষ্ণ ঘোষ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট (ব্র্যান্ড) নূরুল আফসার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মবিনুল হক চৌধুরী, উপাধ্যক্ষ মো. মোফাক্ষার উদ্দীন।
অতিথিরা স্কুল প্রাঙ্গণে শতাধিক বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ করেন।