শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় শ্রমিক দলের বিশাল সমাবেশ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

গাজীপুর প্রতিনিধি:

গার্মেন্টস, ঔষধ কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে এক বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রখ্যাত চিকিৎসক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, প্রধানবক্তা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ বক্তা মো. আনোয়ার হোসেন, সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি অতিথি সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলন।

সম্মানিত অতিথি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজুল হান্নান। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিসহ অনেকে।

সমাবেশের সভাপতিত্ব করেন শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। শ্রমিক জনসভায় হাজার হাজার শ্রমিক কর্মচারীরা দলে দলে যোগ দেন।