আইসক্রিম তৈরিতে ব্যবহার হচ্ছিলো কাপড়ের রং: কারখানার মালিককে জরিমানা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি অভিযোগে একটি কারখানা মালিকের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৭ জুন) শহরের শিমরাইলকান্দি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে। বিষয়টি নিউজ পোস্ট বিডি ডটকমকে নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি জানান, খবর পেয়ে আজ বুধবার (৭ জুন) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দিতে জেসি সুপার আইসক্রিম কারখানয় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় এখানে কাপড় তৈরির রং আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কারখানা বেশ অস্বাস্থ্যকর। প্রতিষ্ঠানটির আইসক্রিম তৈরির কর্মীদের কোনো ফিটনেস সার্টিফিকেট নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।