ক্রীড়া ডেস্ক:
মেহেদী হাসান মিরাজকে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বিবেচনার বাইরে রেখেছিলেন গাজী আশরাফ হোসেন লিপুরা। তবে এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজের দলে নেওয়া হয়েছে। গতকাল প্রধান নির্বাচক লিপু এই বিষয়ে কথা বলেছেন। তবে স্পষ্ট কোনো বার্তা দেননি। এবার সাকিব আল হাসানের বদলি হিসেবে মিরাজকে দলে নেওয়া হয়েছে।
এই বিষয়ে লিপু বলেছেন, ‘মিডল অর্ডারে দ্য গ্রেট সাকিব আল হাসান, তিনি তার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন। সেখানে খেলার জন্য তার যে অভিজ্ঞতা, তার কাছাকাছি বদলি খেলোয়াড় এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও সেই জায়গায় যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন, তেমন একজন মেহেদী মিরাজ। আমরা ভাবছি, তিনি ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রাখতে পারবেন। ভালো অফ-স্পিনও করেন।’
বিশ্বকাপে না রাখার প্রসঙ্গে লিপু বলেছেন, ‘এর আগে তাকে বিশ্বকাপে আমরা সম্পৃক্ত করিনি। তার একটা মূল কারণ ছিল টেস্ট ও ওয়ানডে ম্যাচে তার ব্যাটিং ও বোলিংকে অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম। টি-টোয়েন্টিতে যে আগ্রাসন থাকে, তার প্রভাব যেন তার ব্যাটিংয়ে না পড়ে সেজন্য। প্রথম পাওয়ার প্লেতে যেভাবে বোলিং করতে হয় সেই জায়গাটায় আমরা ভালো অপশন মনে করিনি। তিনি যে প্রচলিত বোলিং করেন, সেটিতে যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে, এই বিষয়গুলো নিয়ে মিরাজের সঙ্গে আমাদের খুব পরিষ্কার কথাবার্তা হয়েছিল।’
মিরাজকে দলে নেওয়ার বিষয়ে বলেছেন, ‘অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে অনেক পরিস্থিতি তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে সেই জায়গাগুলো পূরণ করার জন্য তখন যাকে আমাদের কাছে যোগ্য মনে হয়, তাকেই সেখানে এনে সেই ঘাটতিটা পূরণ করা হয়। আমার বিশ্বাস, যেখানে তিনি ব্যাটিং করবেন, সেখানে তিনি টি-টোয়েন্টি ম্যাচের আলোকে বেশ কিছু বল যাতে পান। আমরা নির্বাচক প্যানেল তাকে ফিনিশারের রোলে না গিয়ে আরেকটু উপরে দেখতে চাই।’
বিশ্বকাপের স্কোয়াড থেকে ভারতের বিপক্ষের স্কোয়াডে আনা হয়েছে তিন পরিবর্তন। ওপেনিংয়ের বিষয়ে লিপু বলেছেন, ‘সৌম্য সরকারের বদলে পারভেজ হোসেন ইমনকে আমরা চেষ্টা করে দেখতে চাই। তাকে আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের ভবিষ্যৎ চিন্তা-ভাবনার প্রাথমিক পথযাত্রায় তাকে আমরা সামিল করতে চাই দলে।’
অন্যদিকে স্পিনার তানভীর ইসলামের হাত ভেঙে যাওয়ায় তার পরিবর্তে রাকিবুল হাসানকে দলে নেওয়া হয়েছে। তবে এখনই একাদশে রাকিবুলকে নামানোর পক্ষে নন লিপুরা। কেবল কম্বিনেশনের জন্যই তাকে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান।