ক্রীড়া ডেস্ক:
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে আজ (মঙ্গলবার)। এদিনই টি-টোয়েন্টি সিরিজের দলের সদস্যরা ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। অবশ্য দলে না থেকেও এবাদত হোসেন রয়েছেন এই বহরে। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই ক্রিকেটার ভারতে যাবেন সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল।
ভারতের বিমান ধরার আগে অবশ্য পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন ভালো করার বিষয়ে। এদিকে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমনও।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজের দুটিতেই হেরেছে শান্তরা। চেন্নাই টেস্টে সফরকারীদের ২৮০ রানের বড় ব্যবধানে হারের পর কানপুরে টাইগাররা হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো নাজমুল হোসেন শান্ত বাহিনী।
ভারতের বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।