ডিএসসিসির ১১ ওয়ার্ডে লাইসেন্স সুপারভাইজারের দায়িত্ব পেলেন চারজন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ঢাকা প্রতিনিধি:
রাজস্ব আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও গতিশীলতা করার লক্ষ্যে ১১ ওয়ার্ডে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে চারজনকে দায়িত্ব দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির কর কর্মকর্তা একটি দাপ্তরিক আদেশ জারি করে তাদের এই দায়িত্ব দেন।
সেখানে উল্লেখ করা হয়, অঞ্চল-৪ এর আওতাধীন এলাকার রাজস্ব আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজাররা নিজ নিজ ওয়ার্ডের লাইসেন্স ও বিজ্ঞাপন বিবিধ আদায় সংক্রান্ত যাবতীয় কাজ করবেন। পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে সাতদিনের মধ্যে ট্রেড লাইসেন্স সংক্রান্ত যাবতীয় মালামাল, মামলার নথি ও রেজিস্ট্রার বুঝে নিয়ে ডিএসসিসিকে অবহিত করতে হবে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার বেলায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ৩৪, ৩৭ ও ৪৩ নম্বর ওয়ার্ডের; মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব দেওয়া হয়েছে ৩০, ৩১ ও ৩৩ নম্বর ওয়ার্ডের, নাজমুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে ৩৫, ৩৮ ও ৪২ নম্বর ওয়ার্ডের এবং মিরোজ নকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে ৩২ ও ৩৬ নম্বর ওয়ার্ডের।